writerfair

কাজ

Work

Lohita Alam

কাজ কাজ আর কাজ

সামনে কাজ, পিছনে কাজ 

ডানে কাজ, বায়ে কাজ 

ঘরে কাজ, বাইরে কাজ

 শুধু কাজ আর কাজ।

কাজের জন্য পালিয়ে যাই 

ঘর থেকে যেই বাইরে বেড়াই, 

অমনি দেখি মুচকি হেসে 

কাজ এসে বসে আমার পাশে।

আমার কি আর উপায় আছে;

 কাজকে ভাল না বেসে।

কাজের জন্য ঘর ছেড়ে

 এসে পড়লাম বহুদুরে। 

এখানে এসেও দেখি,

 আমি আছি কাজের উপরে।

অবশেষে  বুদ্ধি করে 

কাজকে রেখে ফিরলাম ঘরে।

 ফাকা ঘরে এসে বুঝতে পারি 

কাজ ছাড়া আমি আসলেই কুড়ে।

এর ঠিক দু'দিন পরে 

কাজ ছাড়া আমি ভবঘুরে 

এখন আমি কাজের সন্ধানে 

ঘুরে বেড়াই তেপান্তরে।

কাজের উপরে আর কি 

আছে কোন কথা, 

কাজ ছাড়াতো আমার 

জীবনটাই বৃথা।
 

Page No 1