writerfair

On the go

চলতে চলতে

Lohita Alam

চলতে চলতে একদিন 

পথ হারিয়ে ফেলব;

 যদি পথ খুজে পাই তবে 

উল্টো পথে চলব ।

ইচ্ছে করেই সেদিন আর

ফিরবনা চেনা পথে,

অচেনা গায়েই ছুটবো আমি

 নাম না জানা কোন রথে।

গ্রাম থেকে শহরে।

দূর থেকে বহুদুরে 

ভ্রমন পিয়াসি হয়ে আমি

 বেড়াব ঘুরে ঘুরে

ভবঘুরে হয়তো বলবে লোকে 

বলুক, কি আসে যায় তাতে ।

পথে পথে ঘুরব আমি 

ফিরবোনা চেনা পথে।
 

Page No 1