এ এক নষ্ট যুগ
নষ্ট যুগে নষ্ট মানুষের কারবার
চারপাশে শকুনের রক্তচক্ষু
আর অন্ধকার ভুতুড়ে পরিবেশ
বুভুক্ষু দানবের মতো আমার ক্ষুধার্ত মন
আশপাশ খেয়ে ফেলে
তবুও ক্ষুধার তৃষ্ণা মেটে না।
একনিমিষে গিলে ফেলতে ইচ্ছে করে পুরো জগৎ
বদহজমের ভয়ে কুঁকড়ে যায় আমার পাকস্থলী
খাদ্যনালী সংকুচিত হয়ে আসে বারবার
তবুও ক্ষুধার তৃষ্ণা ধাবিত করে আমার অনুবর্বর উদর ভূমি
সবকিছু আজ আমি খাবো
খাবো দুর্ভিক্ষ
খাবো দুর্নীতি আখড়া
সচিবালয়, মন্ত্রী পরিষদ
স্বাস্থ্যখাত, ঘুনেধরা শিক্ষালয়।
খাবো গান্ধারীর দৈবশক্তি
ধৃতরাষ্ট্রের মখমলের বিছানা
খাবো তথাকথিত বুদ্ধিজীবি, ভন্ডের ভজনালয়।
আমার ক্ষুধার কাছে আজ সব খাদ্য
মহাকালের বিপরীত সময় খেয়ে
খাবো ঈশ্বরের অনুশাসন।
আমাকে থামাতে পারবে না কেউ
আমার এ ক্ষুধার কাছে আজ সব তুচ্ছ
যদি একবার জেগে উঠি
তোমাদের সমস্ত রঙ্গমঞ্চ
গিলে জামিন দেব জনতার দৈত্যাকার উদরে।
Page No 1