আমি রূপকথার গল্প অনেক শুনেছি
পড়েছি শত শত উপন্যাস
আরও পড়েছি হাজারো কবিতা আর ছন্দ
যখন জীবনের সাথে মিলাতে যাই
তখন লেগে যায় দন্ধ
আমি আবেগের তাড়নায়
কখনো কখনো হয়ে গেছি অন্ধ
আমি ভালোবাসার সাগরে ভেসেছি
সুখের রাজ্য ঘুরে এসেছি
হিমালয়ের চুড়ায় বসে বসে স্বপ্ন দেখেছি
আর যখন ঘুম ভেঙ্গেছে আমার
তখন বুঝতে পেরেছি
আমি আমার জীবন থেকে
অনেক কিছু হারিয়ে ফেলেছি।
Page No 1