এখনও আমি লাগিনি মহৎ কোনো কাজে
ছয় যুগ কেটে গেল মোর, জানি না কেমনে কীভাবে!
ব্যস্ত হইনি কখনও আমি অনৈতিক কোনো কাজে
হাত বাড়িয়েছি শুধু নিরন্ন মানুষের মাঝে।
জীবনযুদ্ধে পরাজিত হয়েছি বারবার
অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি সদা সোচ্চার
অনুশোচনার আগুনে পুড়তে হয়নি আর
এইটুকু শান্তি, হে প্রভু জীবনে আমার।
একটি অন্যায়ও যদি কেউ করে
অনুশোচনায় পুড়তে হবে সারাটি জীবন ধরে।
মিথ্যার আগুন জ্বেলো না কখনও জীবনচলার পথে
জীবনতরী সাজে না কখনও রাশ ভারি দামি স্যুটে।
পকেট থাকে না কখনও শুভ্র কাফনে
থাকে না টাকার থলে চিতার আগুনে
বিভ্রান্ত পথিক আমি লাগিনি কোনো কাজে
কী জবাব দেব বিধাতার কাছে, প্রশ্ন যদি আসে?
বলব শুধু, হে আমার অন্তর্যামী প্রভু
গ্রাস করিনি অন্যায়ভাবে কাহারও সম্পদ কভু
জুলুম, অত্যাচার করিনি কাহারও সাথে
ভালো কিছু করতে না পারায় ক্ষমা করে দিও, প্রভু।
Page No 1