writerfair

মৃত্যু

Death

Abul Hossain Azad

আর এক ধূসর মরুভূমি দৃষ্টিজুড়ে কখনো ঝাপসা অবয়ব রেখে যায়,

কোলাহল ছেড়ে এক বিকেল জনশূন্য মোহময়তা রোজই ডেকে যায়। -

আর আমি শহুরে ব্যস্ততার অন্তরালে পিচঢালা উত্তপ্ত পথে খুঁজি আমায়,

কি নিদারুন দুপুরসম স্বপ্নহীন দুচোখে হারাই এক আশ্চর্য মরীচিকায়।

ভাবনার বেড়াজালে জীবনের অমীমাংসিত হিসেবের কারুকার্য দেখা আমি-

হুট করেই অন্ধকারের ঘূর্ণিপাকে যেনো হারাচ্ছি, আর দেখছি জীবন কত দ্রুতগামী!

এ কি আজব অবিনাশী তৎপরতা এসে দাঁড়ায় হৃদপিন্ডের ঠিক খুব কাছাকাছি!

এইতো সেই বহুল অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘাড়ের রক্তনালীর ঠিক কাছে, এইতো সেই প্রত্যাশিত আগামী।

Page No 1