writerfair

আঁধারী_অস্তিত্ব

Dark_Existence

Abul Hossain Azad

আমার আকাশে হঠাত হঠাত একটু রাত আসে চুপিসারেই,

এইসব অমীমাংসিত অন্ধকার বড্ড খেয়ালি করে আমায়;

নিজস্ব চক্ষুর অবিমিশ্র নাটিকা আমি দেখি এই আঁধারেই।

তোমাদের ব্যস্ত নগরী, কোলাহলের রাজপথ আর বিদঘুটে শব্দদূষণে-

বারংবার আমি হারাই আমার প্রাগৈতিহাসিক আঁধারী অস্তিত্ব।

আমি এক স্বচ্ছ বিকেল পেরিয়ে যখন কোমল এক সন্ধ্যার স্বপ্ন দেখি-

তখনও তিমির রাত্রি আসেনি, তখনও হৃদয়ে জাগেনি আলোহীন সেই মমত্ব।

অত:পর কাংখিত অমানিশা এলো, যার নীরবতায় আমি আমার শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতে পাই।

কিছু অগোছালো স্বপ্নের ঘুমে বিভোর অশরীরী ছায়া দেখি,

তারপর আমি খুবই ধীর নিশ্বাসে ঘুম আটকাই চোখের পাতায়, তবুও নির্ঘুম বিশ্রী অন্ধকার আমি চাই।

Page No 1