writerfair

স্বপ্নের দেয়ালিকা

Dream wall

Abul Hossain Azad

আমি দেখি চোখ ভরে কোন এক দূরবীনের জীবন,

যত কাছে যাই, অস্পষ্ট হয়ে আসে-

এক রঙা ক্যানভাসে ম্রীয়মান হয়ে আসে তখন।

নষ্ট সময়ের বুক চিড়ে রক্তাভ হৃদপিন্ড দেখি

আরো দেখি সংস্কারের আশায় রক্তনালীর চুপসে যাওয়া,

হঠাত করে অবলীলায় কোন এক আবাসন-

অত:পর দিনান্তের আড়ম্বরি মিথ্যের অগোছালো ছোয়া।

আমার চোখ আঁধার রজনীর অভয়ারন্যে জেগে রয়,

সেই বিদঘুটে আঁধারী গল্পের চরিত্ররা ক্রমেই পর হয়।

উদ্ভ্রান্তের মতন ছুটে যাওয়া নাটিকার পট খুঁজে আমি হয়রান-

প্রতি দৃশ্যে বিরহী আলপনার অংকন বুঝে শুধুই ঘোরতর অপমান।

এক গল্পের সহস্র উপমার অর্থ দাগ কাটে যেনো স্বপ্নের দেয়ালিকায়-

নশ্বর হতে দ্রুত হারানো অবধি আমি চেয়ে দেখি বিস্ময়!

কোন এক জোড়া নির্লিপ্ত চোখ যেনো আমি এড়িয়ে যাই প্রায়শই দোটানায়।

Page No 1