একটি ছোট্ট স্বপ্ন ছিল,
হৃদয়ের গভীরে লুকানো,
এটা ছিল আশা, কিছু চাওয়া,
কখনো পূর্ণ, কখনো অধরা।
প্রত্যাশার মাঝে থাকে তৃষ্ণা,
একটি ছোঁয়া, একটি দৃষ্টি,
যতটা চাই, ততটাই থাকে,
দূরত্বের মাঝে ক্ষুদ্র এক ক্ষীণ সীমানা।
ভালবাসার কোনো সীমানা নেই,
তবুও আমরা মেপে দেখি,
একি তৃষ্ণা, একি আকাঙ্ক্ষা,
আবারও শূন্যতায় ভরিয়ে দিই।
তবে, প্রত্যাশা কখনো শেষ হয় না,
এটা শুধু পাল্টায় তার রূপ,
যতবার না পাওয়া যায়,
ততবার আরও বড় হয়ে ওঠে।
পথে যখন বাধা আসে,
মনে মনে বলি, "পথে চলতে থাক,
প্রত্যাশা পেতে হয় সময়,
এই আকাশের মত খোলা তীব্রতা।"
অবশেষে জানতে হয়,
প্রত্যাশা কেবল এক যাত্রা,
যেখানে প্রাপ্তির মাঝেও
নতুন একটি ইচ্ছা জন্ম নেয়,
যতবার তুমি ছুঁতে চাও,
ততবারই সে তোমাকে আরও কাছে ডাকে।
Page No 1