writerfair

সত্যের আলো

light of truth

Abul Hossain Azad

সত্যের পথে হাঁটে যারা, তারা চিরকাল অমর হয়। 
মিথ্যার আঁধার যতই গাঢ় হোক, সত্য সূর্য হয়ে উঠে রয়।

সত্য বলে না, "আমাকে মানো", তবুও হৃদয় জানে তার মান। 
যে সত্য আঁকড়ে রাখে বুকে, তার জীবন হয় মহীয়ান।

মিথ্যা হয়তো ক্ষণিকের জয়, কিন্তু অন্তরে থাকে ভয়। 
সত্যের দীপ্তি চিরকালীন, তাতে নেই কোনো সংশয়।

ধূলির পথে যতই চলুক, সত্য থাকে অটল, অবিচল। 
তার চোখে আছে নীল আকাশ, তার বুকে সমুদ্র অতল।

আসো, আমরা সত্য বলি, সত্য নিয়ে গড়ি সমাজ। 
সেখানে নেই কোনো প্রতারণা, নেই কোনো অন্ধকার সাজ।

সত্যের আলোয় উদ্ভাসিত, হোক এ জীবন সুন্দর। 
সত্যকে সাথী করে চলি, আলোকময় হোক অন্তর।

Page No 1