writerfair

ফিরে যাই

GO BACK

Ashamoni

হে যুবক তারুণ্যের উত্তরীয় কোথায় ফেলে এলে
সেদিনও অশনি আবেগে বললে কেমন আছেন?
মোবাইলে অভিযোগ শত
আপনি একটুও মনে করে ফোন দেন না?

যুবক সত্যি কথাটাই তোমাকে বলি 
সে বার ষড়দর্শন প্রণেতা
কপিল মুনির মন্দিরে গিয়েছিলাম 
সামনেই গঙ্গা দেখে বড্ড লোভ হলো

যৌবন দীপ্ত গঙ্গা 
তীরে আমি নগ্ন পা 
হঠাৎ একটি কাঁকড়া কুটুস করে কামড়ে দিলো পা
ভয়ে আমি সিটিয়ে গেলাম

কবি বন্ধুরা বলল গেমে পড়ো
তুমি মুসলিম পূণ্য হোক বা না হোক 
চুলকানি ঘা পাঁচড়া এসব রোগ হবে না
তোমার শরীর পবিত্র হবে

গঙ্গা পবিত্র জল বিশুদ্ধ 
এসব শোনার পরও আমার নামতে সাহস হল না
সাঁতার জানি না সে ভয় তো ছিলই
জলজ পোকার ভয় কাটাতে পারলাম না

আসলে অনেক শ্যাওলা জমে আছে হৃদয়ে.
অনেক পাপ অনেক যন্ত্রণা
পাপী আত্মা কি গঙ্গাস্নানে পবিত্র হয়? 
যৌবনের পাপী আত্মা কি বার্ধক্যে সৌম্য হয়?

নষ্ট হয়ে গেছি আগেই 
হৃদয়ের চাপরাশি এখন দুরারোগ্য ক্যান্সার 
তবু এখনও ভালো লাগে 
যৌবন যখন সামনে দাঁড়ায় পাগল বেশে

ইচ্ছা হয় ভীষণ ইচ্ছা হয় ফিরে যাই 
ভাবনা হোঁচট খায় ফিরে আসে বাস্তবে 
জীবনতো একটাই একবার 
বন্দুক বহনকারী মাত্রই জানেন 
ছোড়া গুলি কখনও ফেরানো যায় না 
ছোড়ার স্বকীয়তা আছে, স্বাধীনতা আছে 
ফেরানোর মধ্যে থাকে শূন্যতা হাহাকার 
পিছু ফেরার চূড়ান্ত ব্যর্থতা।

Page No 1