writerfair

আমাদের গল্প

our story

Abul Hossain Azad

এইতো সেদিন আমাদের দেখা হয়েছিল

আমার এ মন তোমার প্রেমে পড়ে ছিল,

মন বলেছিল, আমি যাচ্ছি ওর কাছে

মনের কি দোষ ছিল বলো তুমি?

ভুল করেছো তুমি হেঁসে ,

তোমার আমার একি হয়ে  গেল এক পলকে,

স্বর্গ থেকে প্রেম এলো কিছু বুঝে ওঠার আগে 

আমাদের প্রেমে পড়ার,

মুহূর্তটা ছিলো অল্প করে

একটু তুমি আর একটু আমি,

নিয়ে শুরু হলো আমাদের গল্প 

Page No 1