এই শহরে মানুষ আজও কতটা অসহায় তা ভাবতেই অবাক লাগে। শুধু মাএ দুইটা টাকা রোজগার করার জন্য মানুষ এই অপরিচিত অজানা শহরে এসে ভীর করে, যেখানে তারা জানে না তার একটা বেলা খাবার জুটলেও একরাত ঘুমানোর মতো জায়গা মিলবে কিনা। অতচ এই শহরেই এমন অনেক মানুষ আছে যারা কিনা তাদের বাসার কুকুর গুলুকেও তিন বেলা গুস্ত পুলাও দিয়ে থাকে। আর আমাদের মত এমন কিছু মনহীন মানুষ আছি যারা কিনা দিনে ৫০০ টাকা খরচ করতে পারি কিন্থু একটা ছোট শিশু এসে যখন বলে ভাই আমি সকাল থেকে কিছু খাই নাই আমাকে কিছু খাবার দিবেন বা আমাকে ২ টা টাকা দিবেন?? তখন আমরা কি বলি??
তখন আমরা বলি যা ধুরে যা,
আবার আমারাই আরও চার জনকে নিয়ে গল্প করি যে আমাদের দেশের কোন দিনও উন্নতি হবে না। আরে ভাই দেশটাকে তো আমরাই টেনে ধরে রাখছি যেন উন্নতি না হয়।
আগে আমরা নিজেকে বদলানো কথা ভাবি। তারপর না হয় দেশে কে কি করছে তা নিয়ে ভাবা যাবে।
Page No 1