writerfair

সত্য ভীরু

Truth is timid

Abul Hossain Azad

সত্য ভীরু, কেন এতো ভয়?
মিথ্যার আড়ালে লুকাও জীবনের বোধময়।
অন্তরে জানো, সত্যই আলো,
তবু ছায়ায় বসবাস, কেন এই কালো?

সত্য কথা বলতে লাগে বুকের সাহস,
তবু ভয় যেনো গিলে ফেলে নিঃশ্বাস।
জীবনের পথে তবু সত্যেরই জয়,
মিথ্যার রাজা শেষে একদিন কাঁদে হায়।

তুমি কি জানো, সত্য ভাঙে না কখনো?
মিথ্যার গড় ফোঁড়ে, করে ছিন্ন বিন্দু।
সত্যের পথে চলা কঠিন, তবু সার্থক,
সেখানে বাঁচে হৃদয়, বাঁচে জীবন সতর্ক।

সত্য ভীরু, তুই কবে হবে দৃঢ়?
মিথ্যার দাসত্ব ত্যাগ কর এক মুহূর্ত।
সত্যই শক্তি, সত্যই মুক্তি,
সেই সত্যে গড়ে তোলো জীবনের ভক্তি।

Page No 1