writerfair

একা আমি

I Alone

Abul Hossain Azad

একা আমি, নীরবতার সুরে বাঁধা,
প্রাণের মাঝে ভাসে একাকীত্বের কাব্যকথা।
চাঁদের আলোয় যেনো নিজেকে খুঁজি,
তারারাও নীরব, শুধু চোখের পলক ফেলে পূজি।

স্মৃতিরা আসে, চলে যায় ধোঁয়ার মতো,
মন বলে, “একা তুই, কেউ নেই কোথাও।”
তবু এই একাকীত্বেও লুকিয়ে থাকে গান,
নিঃসঙ্গ হৃদয়ে বাজে ভালোবাসার টান।

একা পথ চলি, তবু আকাশ পাশে,
বাতাস বলে, “তোর সাথেই আছি সর্বকালে।”
গাছেরা জানায় মাটির গভীর কথা,
তারা জানে, একাকীত্বেও আছে ভালোবাসার ছোঁয়া।

তাই একা আমি, তবু ভেঙে পড়ি না,
এই নিঃসঙ্গতাই তো জীবনের বীণা।
একদিন সূর্য উঠবে নতুন আলোয়,
একা আমিও হবো জগতের ভালোবাসার ছায়ায়।

Page No 1