সুখ নাকি অসুখ, বেছে নেওয়া দায়,
হৃদয়ের বাঁধন খুলে কে বোঝাবে তা হায়!
মেঘে ঢাকা আকাশে যেমন সূর্যের খেলা,
তেমনি জীবনে সুখ-অসুখের মেলা।
সুখ কি শুধুই হাসির আলোর গল্প?
নাকি নিঃশব্দ রাতে শান্তির স্বপ্নতল্প?
অসুখ কি কাঁটার মতো বুকে বিঁধে থাকে?
নাকি হৃদয়ের গহীনে নতুন পথ দেখায় ডাকে?
সুখ আসে কখনো ছোট্ট হাসির খুনশুটিতে,
অসুখ থাকে চাপা চোখের নোনাজলে।
তবু এই দুয়ের মিলেই তো জীবন,
শীতল-গরমে বাঁধা হৃদয়ের বীণ।
তাই তো সুখ পেলে ভুলিস না তুই,
অসুখ এলে বলিস, "তুই আমারই ছুঁই।"
জীবনের পথে তুই চল সময়ের সাথে,
সুখ-অসুখ দুটোই বন্ধু তোর হাতে।
Page No 1