writerfair

আমার চোঁখের দু কূল

The Corners of My Eyes

Mahfuz Tuhin

এঁকে যাই শত শহিদের ছবি আমার চিত্রে

লিখে যায় শত শহিদের নাম বাংলা বর্ণে। 

ভেসে যায় আমার চোঁখের দু'কূল

তোমাদের কথা ভেবে ভেবে হই আকুল

রক্তের বিনিময়ে পেয়েছি বাংলার মধুর সুর মনে,

তাই তো হয়ে যায় অধীর এই ফাগুনে।

প্রাণের ত্যাগে পেয়েছি মা তোমার ভাষা, 

ভুলতে পারিনা তোমাদের ভালবাসা। 

এঁকে শত শহিদের ছবি আমার চিত্রে

লিখে যায় শত শহিদের নাম বাংলা বর্ণে।

Page No 1