এঁকে যাই শত শহিদের ছবি আমার চিত্রে
লিখে যায় শত শহিদের নাম বাংলা বর্ণে।
ভেসে যায় আমার চোঁখের দু'কূল
তোমাদের কথা ভেবে ভেবে হই আকুল
রক্তের বিনিময়ে পেয়েছি বাংলার মধুর সুর মনে,
তাই তো হয়ে যায় অধীর এই ফাগুনে।
প্রাণের ত্যাগে পেয়েছি মা তোমার ভাষা,
ভুলতে পারিনা তোমাদের ভালবাসা।
এঁকে শত শহিদের ছবি আমার চিত্রে
লিখে যায় শত শহিদের নাম বাংলা বর্ণে।
Page No 1