writerfair

পাহার সমান অভিমান

Watch is equal to shame

Abul Hossain Azad

পাহার সমান অভিমান বুকে,
চুপ করে বসে আছো দূরে সুখে।
কথা বলতে চাও না, তাকাওও না চোখে,
শীতল হাওয়ায় হৃদয় পড়ে শোকে।

অভিমানের পাহার কেন এতো ভারী?
কেন এ মন খুঁজে চলে পথ অন্ধকারি?
স্মৃতির কাননে হারিয়ে যাওয়া সময়,
ভালোবাসা ডাকে—তবু তুমি নির্জন প্রহর যাই।

তুমি কি জানো, এই অভিমান ভাঙা যায়?
কথার মায়ায়, আলোর ছায়ায়।
হৃদয়ের দরজা খুলে যদি দেখো,
মুছে যাবে দুঃখ, মুছে যাবে অশ্রু রেখো।

পাহার সমান অভিমান নিভে যাবে একদিন,
তুমি ফিরে এলে, মিলবে আবার হৃদয়-জলধারার তিন।
বুকের গভীর ভালোবাসায় ভরে উঠুক প্রাণ,
অভিমানের পাহার হারিয়ে যাক সেই সন্ধ্যান।

Page No 1