writerfair

মানবতা আজ কোথায়

Where Is Humanity Today?

Abul Hossain Azad

অনন্তের খোঁজে হৃদয় টানে যায়

মানবতা কোথায়, হায়, হৃদয়ের কোণে? 
কোথায় সেই স্নেহ, মায়ার বোনে? 
দিনের আলোয়, রাতের ছায়ায় 
হারিয়ে যায় মানবতা, দিনে দিনে।

বিভেদের বেড়া, ঘৃণার দেয়াল 
ঘিরে ফেলে মানবতার অভিমান। 
স্বার্থের ছুরি, হিংসার বাণ 
বিঁধে চলে গায়ে, দিনে দিনে।

কোথায় সেই হাসি, মুখে ফুটে ওঠে? 
কোথায় সেই ভালোবাসা, হৃদয়ে জ্বলে? 
দুঃখের সাগরে, মানুষ ডুবে যায় 
কোনো হাত বাড়ে না, বাঁচাতে আজ।

আসুন মিলে, হাত বাড়িয়ে নিই 
মানবতার পথে, সবাই মিলে চলি। 
ভালোবাসার বাতি জ্বালিয়ে রাখি হৃদয়ের গহীনে, সারা জীবন।

Page No 1