সত্যের আলোর পথে যারা হাঁটে,
তাদের কলম কখনো ভয় পায় না রাতে।
ঝড়, বৃষ্টি, আঁধার যতই আসুক,
তাদের সাহস থাকে সর্বদা অটুট।
খবরে খুঁজে আনে জীবনের রঙ,
অন্যায়ের বিরুদ্ধে তোলে দৃঢ় স্বর।
তাদের শব্দে বাঁধা সমাজের আয়না,
প্রতিটি বাক্যে জাগে সত্যের কারুকাজ।
কখনো ক্যামেরায় বন্দি যুদ্ধের কান্না,
কখনো কলামে ফুটে ওঠে প্রেমের গাঁথা।
জনতার প্রশ্ন, তাদের কণ্ঠস্বর,
সাংবাদিকেরা তো সত্যের দূতবর।
তাদের পথ মসৃণ নয় কখনোই,
তবু তারা থামে না, হয় না ক্লান্তও।
তাদের চোখে জ্বলে আগামীর আলো,
তাদের সাহসে বাঁধে মানবতার পাল।
সাংবাদিকতা শুধু পেশা নয়,
এ এক দায়িত্ব, এক জীবনময়।
তাদের কলমেই জাগে বিপ্লবের গান,
তাদের হৃদয়ে লেখা মানুষের প্রাণ।
Page No 1