writerfair

বাবা মানে

Father means

Lohita Alam

বাবা মানেই বাবা 
বাবার হয়না কোন মানে।
তারপরেও বাবার অর্থ 
খুজি মনের কোনে।

বাবা মানে হোক বিজ্ঞ হাসি
বাবা মানেই হোক জয়।
বাবা মানে হোক ভরসার হাত 
বাবা মানে হোক আমার আশ্রয় ।

বাবা মানেই হোক আমার পৃথিবী
বাবাকে ঘিরেই হোক জীবন 
আমার মাঝেই যেন করতে পারে 
বাবা তার স্বপ্ন পুরন।

তোমার স্বপ্নে আমি বাবা
 আমার স্বপ্নে তুমি। 
আমার শৈশবে তুমি বাবা 
তোমার বার্ধক্যে আমি।

আমার মাঝে থাকুক বাবা 
বাবার মাঝে আমি। 
হোকনা জীবন অগোছালো 
করিনা যতই দুষ্টুমি।

Page No 1


লিখি আর মুছে ফেলি

Write and erase

 

কত সুন্দর ! 

আহ্‌ কি সুন্দর তার ক্যাপসন।

আর আমি !

দুই লাইনের ছোট্ট একটা ক্যাপসন লিখতে পারিনা !

কতবার যে লিখি

আর মুছে ফেলি

তার হিসেব রাখিনা ;

যে আমি সোস্যাল মিডিয়ায়  দুটো লাইন লিখতে পারিনা !

সে আমি এক পাগলের অনুপ্রেরনায় কবিতা লিখতে বসি !

আর এক পাগলির প্রশংসায় 

আবেগে  আপ্লুতঃ হয়ে পড়ি !

মন খুলে লিখি আর আবৃত্তি করি।

আবৃত্তি শুনে কেউ বলে;

বাহ্‌; তুমিতো খুব সুন্দর আবৃত্তি করতে পার ! 

যখন শুনে লেখাটাও আমার,

আরো অবাক হয়ে বলে, তুমি লিখতেও পার !

আমিও অবাক হয়ে ভাবি, 

সত্যি ! আমি লিখতেও পারি !

অবাক হয়ে যাই এই ভেবে যে;

এক লাইন-দু লাইন নয়, এক পাতা-দু’পাতা;

কয়েক পাতা লিখে চলছি আমি !

আমি কবিতা লিখছি, গল্প লিখছি;

আমার কথা, তোমার কথা, সবার কথা লিখছি !

তবুও যখন মিডিয়ায় কিছু লিখতে যাই; 

লিখতে পারিনা ; 

কতবার যে লিখি 

আর মুছে ফেলি 

হিসেব রাখিনা।

Page No 2