ঠুনকো জীবন, একমুঠো স্বপ্ন,
হাজারো ছোঁয়ার মাঝে ঝরা পাতার গন্ধ।
মুহূর্তের হাসি, অশ্রুর গাঁথা,
সময় জানে কেমন করে দেয় তা মুছে।
পথের ধুলো, আকাশের মেঘ,
আমরা বাঁচি যেনো ক্ষণিকের খেলা।
হাত বাড়াই, ধরি না কিছুই,
তবু স্বপ্ন দেখে প্রাণের মেলা।
ঠুনকো জীবন, উড়ন্ত কাগজ,
কেউ বা লেখে তাতে আশা-নিরাশার গান।
একদিন শেষ, হয়তো খুব তাড়াতাড়ি,
তবু তার আগে ছুঁয়ে যায় জোছনার দান।
তবু এ ঠুনকোতেই লুকিয়ে থাকে,
অনন্ত সাহস, স্বপ্নের শিখা।
সীমাহীন পথে এগিয়ে চলা,
ঠুনকো জীবনেই প্রকৃত দেখা।
Page No 1