writerfair

কেউ ভালো নেই

No one is good

Abul Hossain Azad

শীতল বাতাসেও কেন যেন গরম লাগে,
মনের ভেতর বিষাদের জ্বালা জাগে।
চারপাশে মানুষ, তবু হৃদয় শূন্য,
অন্ধকার ঘিরে ধরে সময় যে বিষণ্ন।

রাস্তার মোড়ে হাঁটে ক্লান্ত মুখ,
হাসি যেন হারিয়ে গেছে কোথাও সুখ।
চোখে চোখ রেখে কেউ বলে না কথা,
সবাই যেন বোবা, ব্যথার সংগীত গাঁথা।

ঘরে ফিরে আলো জ্বলে, তবু অন্ধকার,
স্বপ্নের আকাশেও ছড়ায় ঝড়ের ভার।
প্রত্যেকে লড়ে নিজের যুদ্ধ নিয়ে,
তবু মনে হয়, কেউ ভালো নেই বুকে।

ভালো থাকার ভান, মুখে মুখোশ পরা,
ভেতরে বিষাদ, কারো কাছে কারো ব্যথা বোঝা সারা।
তবু কোথাও একটা আলো জ্বালার আশায়,
হয়তো একদিন নতুন দিনের পথ দেখায়।

Page No 1