শূন্য আকাশে ছড়ায় পাখা,
নীরব নিঃশ্বাস, শকুনের থাবা।
মৃত্তিকার বুকে লুকায় বিষ,
জীবনের চিহ্ন মুছে ফেলে নিশ।
তীক্ষ্ণ দৃষ্টি, লোভের ফাঁদে,
তবু হার মানে আলো আঁধারে।
স্বপ্ন যারা বুনে প্রাণে,
তাদের শ্বাস থামে হঠাৎ টানে।
জীবন যেখানে দুর্বল হয়ে,
অন্যায়ের মুখোশ হাসে অবহয়ে।
শকুনেরা আসে থাবা মেলে,
শূন্য করে মন, খণ্ডিত খেলে।
কিন্তু তবু কোথাও লুকিয়ে আশার আলো,
অন্ধকার চিড়ে জ্বলে প্রিয়ার কালো।
শকুনের থাবা যতই গভীর হোক,
মানবতার শিখা থাকুক চির উন্মোক।
Page No 1