writerfair

দেশটা আমার

The country is mine

Abul Hossain Azad

দেশটা আমার ভালো নাই আর,
বাতাসে বিষ, চারদিকে ভার।
সবুজ গাছের পাতা ঝরে যায়,
নদী শুকিয়ে শূন্যতায় থমকে রয়।

পাখিরা হারায়, নীরব আকাশ,
খুঁজে পাই না শান্তির বাতাস।
মানুষের মুখে বিষাদের ছাপ,
স্বপ্নগুলো সব যায় যেন মাপ।

ক্ষুধার্ত শিশু চোখে জল ঝরায়,
অন্যায় শক্তি ন্যায়ের পথ হারায়।
প্রতিশ্রুতির গুঁড়ো মাটিতে মিশে,
দেশটা যেন হারায় নিজের দিশে।

বড় বড় কথা, চমকানো আলো,
আসলে ভেতরে আঁধারের পালো।
গরিবের ঘরে জ্বলছে না চুলা,
বিলাসে মত্ত দালান তুলা।

তবু স্বপ্ন দেখি, একটা ভোর,
যখন দেশটা জেগে উঠবে সবে সমতার ঘোর।
তখন মাটি, মানুষ, প্রকৃতির সাথ,
দেশটা আমার ফিরবে তার প্রিয় পথ।

Page No 1