প্রানও পাখি যেথা খুশি,
করছে ঘোরাঘুরি,
শেষ ঠিকানা যাবো চলে
সবকিছু ছাড়ি।
আমরা অতি সুখ পেয়ে,
করছি বিলাসিতা,
জানো কি কেউ,
সব সুখ যে তারই হাতে রাখা।
তিনি হলেন বিচারপতি,
অতীব মহান,
তিনি চাইলে যার ইচ্ছা,
গুনার বুঝা কমান
শেষ ঠিকানা সুখের হলে,
বেঁচে যাবো আমি।
আমার কাছে কবর হলো,
সব চাইতে দামী।
যেথায় আমি থাকবো পড়ে,
নেবে না কেউ খোঁজ।
দোয়া যেন পৌছে আমার,
শেষ ঠিকানায় রোজ।
একলা বাড়ি একলা ঘরে
থাকবো কেমন করে,
জীবনটা যে পার করেছি,
শুধুই পরের তরে।
জীবন যুদ্ধে হার মেনেছি,
পাইনি সুখের দেখা,
কেউ ভাবেনি সুখ যে আছে,
ঐ পারেতে রাখা।
শেষ ঠিকানায়
যাওয়ার আগে,
ইমান করো পূর্ণ।
ইমান প্রভু দাও বাড়িয়ে,
করো আমায় ধন্য।
তোমার রাহে চলতে আজ,
দাও খোদা হিম্মত,
শেষ ঠিকানা সুখের জন্য,
করো গো রহমত।
Page No 1