মস্তিষ্ক যখন উচ্ছৃঙ্খল হয়, তখন
তখন স্নায়ুতন্ত্রের শব্দগুচ্ছ এদিক ওদিক করে সাজে;
বিচ্ছুরিত হয় কোন এক অপার্থিব ক্যানভাসে সযতন।
সব চাওয়া আর পাওয়ার বিদঘুটে হিসেব মিশে যায়-
কোন এক সামান্য জীবনবোধের নিরীহ গল্পের নাটকীয়তার আবডালে;
প্রকম্পিত হয় যেনো হঠাত সম্বিত ফিরে পায় নির্ভেজাল মমতায়।
আদিম নাটকের শেষ পর্ব মঞ্চায়িত হয় যেনো অচিরেই-
স্বপ্নের বাঁধভাঙা খরস্রোত থামে শেষে একাকীত্বের মধুময় এক বাঁধে;
সন্তর্পণে জীবনের সব আড়ম্বর মিছে হয় এসে জীবনেরই প্রাচীরেই।
Page No 1