অচেনা গন্তব্যের শ্যামলিমায় রোজ দেখি পথ হারানো স্বপ্নের বিভীষিকা,
পদধূলিত দুঃসময়ের নাশকতা কল্পিত নগর ছেড়ে যায়-
আমি নিস্তব্ধ শহরের অন্ধকার বুকে দেখি অযাচিত চিন্তার মরীচিকা।
হঠাত সেই পরিচিত ক্যানভাস খুঁজি-
কিছু পরিচিত চরিত্রের গল্প দেখি, সময় কিভাবে কেড়ে নিচ্ছে স্বকীয়তা!
প্রতিযোগিতার মোহাচ্ছন্নতা শেষ পুঁজি-
আমি দেখি মনুষ্যত্বের পোশাকে মোড়া এক নির্দয় অস্পষ্ট নাটকীয়তা!
তোমায় দেখিনা, দেখিনা তোমাদেরও আর-
আমার অন্তরালের শব্দবিন্যাসও নয় আর প্রগাঢ়,
আতংকিত সময়ের বনবাসে আমি আজ দাঁড়িয়েছি জনশূন্য এক মেরুরেখায়-
যেখানে আমার শব্দ আমিই শুনি, আর নিই বাক্যভর্তি রোদেলা উপহার।
কি অশ্রাব্য নীরবতা ক্রমশ দুর্বিষহ করে যায় তোমাদের ভাবনার লোকান্তর!
হৃদয়ফাঁটা আর্তনাদ তোমাদের, আরও এক ডায়রী বোবাকান্না-
এক আজব সংমিশ্রণে তোমরা রোজ রোজ হারিয়ে যাও!
দোটানার দাপ্তরিক শ্বেতপত্রে আমি নেই, তোমাদের বিপরীতে আমিই ভাবান্তর।
Page No 1