writerfair

নির্ভেজাল প্রাচীনতা

Immaculate antiquity

Abul Hossain Azad

অবরুদ্ধ সেইসব সময়ের অমীমাংসিত পৃষ্ঠায় যেসব কবিতা আজও ডাকে আমায়-

আমি সারিবদ্ধ ছায়া দেখি তাদের, ক্ষণে ক্ষণে হারায় আর আবারও ফিরে আসে দোটানায়।

আমার যেসব সময় আমিতে আক্রান্ত, আমি দেখি অবারিত আকর্ষণ নিয়ে ওরা আজও বাঁচে;

আমি নিশ্চুপ খুনসুটি দেখি ওদের, কখনো তাজা আর কখনো মলিন হয় সময়ের অতিষ্ঠ সুন্দর আঁচে।

সেইসব নাগরিক সাহিত্যেরা চলমান গল্পের কল্পনার মতন এখনো ভেসে ভেসে আসে মন ভুলানোর বার্তাসমেত,

আমি অস্পষ্ট চরিত্রায়ন দেখি সেখানে, হয়তো কষ্টের আঁধার কিংবা প্রচন্ড কষ্টের দেখি সুবিশাল সমবেত।

অন্ধকার একরাত্রির আশংকাজনক একাকীত্বের নির্ভেজাল সেই প্রাচীনতাকে অনুভব করি হৃদয়ের রক্তিমতা দিয়ে সর্বস্ব,

আমি আমাকে এখনও খুঁজি সেই অন্ধকারে, হয়তো দেখি নিগূঢ় মায়াজাল নয়তো মায়াপুরীর মহাকাব্যে হারিয়ে একদম নিঃস্ব।

 

 

Page No 1