একদিন এখানে সবাই সমবেত হয়েছিল
গেয়েছিল জীবনের জয়গান
দালালী-চৌর্যবৃত্তির মোহ মায়ায়
অন্ধ বধির বিশ্বাসের বেনোজলে
ভেসে গেছে সকল বিশ্বাস
শিরা-উপশিরায় প্রবাহমান অন্ধযুগের কালশিটে রক্ত।
কেউ আর মানুষের কথা বলে না
এ ভূখণ্ডের কথা বলে না
প্রীতিময়ী মানবিক ভাবনাগুলো
দরদহীন গরম জলের মতো
দুঃস্বপ্ন হয়ে সঞ্চারিত হয় হৃদয়ে হৃদয়ে
অথচ এমন কথা ছিল না আমাদের
আদিম অধিবাসীদের অধর্ম ধর্ম ভেবে
বিজ্ঞানহীন অবৈজ্ঞানিক স্বপ্নঘোরে
খুঁজে ফিরে আনি গুহা যুগের কল্পনা।
এই কি স্বপ্ন ছিল
এই কি সাধ ছিল আমাদের
নতুন ভূখণ্ড বির্নিমানের পরম সাধনায়
যে লড়াই, যে ত্যাগ তিতিক্ষা
অপার আশায় বিলিয়েছিলাম একদিন
ক্ষয়িষ্ণু অপশাসনের ঘুণপোকা
সাবাড় করছে অহরহ।
একদিন এখানে সবাই সমবেত হয়েছিল
সমস্বরে বলেছিল স্বাধীনতা তুমি আমার
কালের বিবর্তণে দুর্বৃত্তায়নের শকুনেরা ছিড়ে খেয়েছে মানচিত্র
শৃঙ্খল ভেঙে পড়ে আছে তারা অভিশপ্ত ভাগাড়ে।
সময় এসেছে
প্রাণে প্রাণে সঞ্চিত ক্ষোভ উগড়ে দিয়ে
সমস্বরে বলার
শত প্রতিকুল অন্ধকার দূরে ঠেলে
স্বাধীনতা তুমি আমার।
Page No 1