তুমি ছিলে একদিন আমার আকাশের তারা,
যার আলোয় জ্বলতো হৃদয়ের নীরব ধারা।
তোমার ছোঁয়ায় গড়া স্বপ্নগুলো আজ ভাঙা,
সে স্মৃতিরা রয়ে গেছে, তবুও কিছুই নেই বাকি জানা।
তোমার পথে ছিল আমার পথের বাঁক,
তুমি গেলে থেমে গেলো সময়ের সব সাঁকো।
প্রেম মানে কি শুধু হারিয়ে যাওয়া?
নাকি কষ্টে আঁকা মনের একলা পাওয়া?
চিঠির পাতায় জমে থাকা শুকনো ফুলের গন্ধ,
তোমার হাতের লেখাগুলো আজও করে বন্দী সন্ধ।
তবু বুঝেছি, ভালোবাসা মানে মুক্তির গান,
যে যায় সে চলে যায়, রেখে যায় শুধু অবদান।
আজও তোমার নাম আসে হঠাৎ গভীর রাতে,
স্বপ্নে দেখি দু'জন হাঁটছি সেই পুরনো প্রান্তে।
তুমি বদলে গেছো, সময় বদলে দিয়েছে ঠিকানা,
আমার চোখে রয়ে গেছে, অজানা কিছু ব্যথার দানা।
প্রাক্তন মানে অপূর্ণতা নয়, এক টুকরো গল্প,
যা শিখিয়েছে কীভাবে ভালোবাসা হয় নির্লিপ্ত।
তুমি ছিলে, তাই আজ আমি পূর্ণ এক হৃদয়,
ভালো থেকো দূরে, আমার আশীর্বাদে সবটুকু জয়।
Page No 1