রক্তে ভেজা মাটি, স্বাধীনতার গান,
স্বপ্নে গড়া বাংলাদেশ, ভাঙা আজ তার প্রাণ।
সবুজ জমিন, লাল সূর্য, ছিল যে গৌরবের বাণী,
আজ কেন শুনি শুধু হাহাকার আর শঙ্কার তানি?
নদীর বুক ফেটে চৌচির, খরার তপ্ত আহ্বান,
কৃষকের চোখে জল, তবুও ফসলহীন প্রাণ।
শহর জুড়ে ঘুমহীন রাত, ভাঙে প্রতিবাদের ঢেউ,
বুক চিরে বেরিয়ে আসে বঞ্চনার নীরব কেউ।
রাজপথ জ্বলছে আজ, দাহ করছে মন,
স্বার্থের দৌড়ে পিষ্ট হয় কোটি জনতার স্পন্দন।
পাখিরা গায় না গান, শিশুরা খেলে না মাঠে,
স্বপ্নেরা মিশে যায় কালো ধোঁয়ার ঘাটে।
তবু এই মাটি তো আমাদের, এই দেশ আমাদেরই মা,
বিবেক জাগাও, জ্বালাও আলো—নতুন সূর্যের তাৎপর্য যা।
একদিন ফিরবে সে হাসি, শান্তি খুঁজবে ঠিকানা,
বন্ধ হবে হাহাকার, ভাঙবে কালো কুয়াশার জানালা।
আসুন, গড়ি সেই বাংলাদেশ, শান্তি যেখানে বাস,
সবাই মিলে বুনবো স্বপ্ন, দূর করবো অশান্তির শ্বাস।
সবুজে মোড়া, সোনার বাংলা আবার উঠবে জেগে,
নতুন প্রভাত হাসবে সবার মুক্তির গান বেঁধে।
Page No 1