writerfair

মাটির বিছানা

bed of clay

Abul Hossain Azad

মাটির বিছানা, সে তো চিরচেনা,
জীবনের শুরু থেকে শেষের গহীনে বোনা।
মায়ের কোলে যেমন শান্তির ঘুম,
মাটির পরশে মেলে চিরকালীন সুমধুর ধুন।

শীতল এই বুক, তাপেও দেয় ছায়া,
অলস দুপুরে এখানে ঘুমায় কৃষকের কাঁধের মায়া।
পাখিরা গায় গান, শিশুরা লুটোপুটি খায়,
মাটির বিছানায় জীবন তার নতুন ঠিকানা পায়।

গৃহহারা পথিকও ফিরে আসে শেষে,
মাটির গন্ধেই পায় চিরশান্তির আবেশে।
ধুলো হয়ে মিশে যায় দেহের অহংকার,
মাটির বিছানা জানে সময়ের অমোঘ বিচার।

কত রাজা-রাণী এল, মিশে গেল ধুলায়,
তবু মাটি শাশ্বত, রয়ে গেছে আপন মহিমায়।
এখানেই বীজ বোনে এক নতুন সকাল,
মাটির বিছানাই তো জীবনের চিরন্তন কাল।

ঘামের ফোঁটা ঝরে, তবু দেয় সোনার ফসল,
মাটির কোলে গড়ে ওঠে বাঁচার অনুপম কৌশল।
শেষে সবাই ফিরবে সেই অমোঘ ঠিকানায়,
মাটির বিছানাই তো আমাদের অন্তিম আশ্রয় হয়ে রয়।

Page No 1