writerfair

অশুকের সুখ

Ashuk's happiness

Abul Hossain Azad

অশুকের ডালে যখন ফুল ফোটে রঙিন,
পাহাড়ি হাওয়া বয়ে যায় নির্জন পথের সিঁড়ি।
সে ফুল জানে না কোনো ব্যথার গান,
জীবন তার হাসিমাখা, নির্লিপ্ত এক আয়োজন।

রক্তিম পাঁপড়ি জুড়ে আঁকা শান্তির ছবি,
যেন কারো স্পর্শ ছাড়াই পেয়েছে নিজের রবি।
অশুক জানে না কীভাবে বিলাসী সুখের খোঁজে,
জীবনের ছোট্ট রঙেই বুনে চলে নিজের অস্তিত্ব খোঁজে।

মানুষের সুখ তো হয় শর্তের গায়ে বাঁধা,
অশুকের সুখ তাই চিরকালই বাঁধনহারা।
সে জানে না হাহাকার, জানে না শূন্যতা,
মাটি আর আকাশেই তার সুখের গভীরতা।

ধুলো মেখে ঝরে যায় পাপড়ি একদিন,
তবু সে বলে, "আমি বেঁচেছিলাম সেই রঙিন।"
নিঃস্ব না সে, বরং পূর্ণ তার ছোট্ট দান,
সুখ মানে ক্ষুদ্রতায় লুকানো এই অমলিন প্রাণ।

অশুকের সুখ হলো নিজের মতো থাকা,
প্রকৃতির কোলে অবিচল শান্তির আঁচল মাখা।
যেখানে নেই কোনো অতৃপ্তির ছায়া,
সেখানে ফুল হয়ে ফুটে ওঠা-ই অশুকের মায়া।

Page No 1