writerfair

বন্ধু

Friend

Abul Hossain Azad

বন্ধু, তোর কথা বলতে গিয়ে
শব্দগুলো থমকে দাঁড়ায়।
তুই যেন এক নদী, যার স্রোত
আমার হৃদয়ের তৃষ্ণা মেটায়।

তুই আছিস, তাই জীবন যেন
এক অদ্ভুত আলোর মিছিল।
তোর হাসির ঝলক যেন
আকাশে ছড়ায় নতুন রঙের মিশিল।

তোর সাথে কথা বলতে গেলে
সময় থমকে যায়,
বৃষ্টির ছোঁয়া মাটির গন্ধে
মন যেন ভিজে যায়।

কখনো তুই বন্ধু, কখনো গুরু,
কখনো সহযাত্রী।
তোর সঙ্গী হয়ে পথ চলা,
জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলতেই পারি।

দুঃখের কালো মেঘ যখন
মাথার উপর ভর করে,
তুই তখন আমার রোদ,
আমার হৃদয়ে আলো ভরে।

তুই যেন সেই গাছ,
যার ছায়ায় ক্লান্তি ভুলে যাই।
তুই যেন সেই তারা,
যার আলোয় পথ খুঁজে পাই।

বন্ধু, তোর সাথে আমার পথ চলা
শেষ হবে না কখনো।
জীবনের শেষ প্রান্তে পৌঁছেও
তুইই থাকবি সঙ্গী চিরজীবন।

Page No 1