writerfair

পৃথিবী স্বার্থপর

The world is selfish

Abul Hossain Azad

পৃথিবী বড্ড স্বার্থপর,
প্রকৃতির কোলে যে দৌড়,
সবাই যেন ব্যস্ত পথে,
শুধু নিজেরটুকু ধরে রাখতে।

সবুজ পাতার মায়া হারায়,
ঝর্ণার গান কান্নায় ঢাকায়।
মানুষ খোঁজে নিজের সুখ,
পৃথিবী যেন হতাশ বুক।

আকাশ মেলে মেঘের ডালি,
সূর্যের আলোয় খেলে খুশির গালি।
তবুও কেন মানুষ অন্ধ,
স্বার্থে ছুঁড়ে প্রকৃতি বন্দ।

নদী শুকায়, পাখি চুপ,
সবুজ জমি হয় মরু ধূপ।
পৃথিবী ডাকে, কেউ শোনে না,
সবাই ব্যস্ত, কেউ থামে না।

তবু আশা করে এই পৃথিবী,
ভালোবাসা পাবে সেই প্রতিভী।
যে বুঝবে তার মনের ভাষা,
ফিরিয়ে দেবে হারানো আশা।

তাই বলি বন্ধু, থামো একটু,
পৃথিবীর জন্য রাখো কিছু।
নয়তো একদিন, থাকবে না পথ,
পৃথিবী কাঁদবে নিঃশব্দ শোক।

Page No 1