অসময়ের আসা-যাওয়া,
জীবনের পথে দোলায় দোলা।
সকাল যে স্বপ্ন নিয়ে শুরু হয়,
সন্ধ্যার আগেই তা যায় ভোলা।
মেঘে ঢাকা আকাশের নিচে,
কত আশা জমে থাকে।
অসময়ে ঝড়ের হাওয়া,
সবকিছুই কেমন যেনো লুটিয়ে দেয়।
তবু মানুষ থামে না,
জীবন তার গতিতে চলে।
অসময়ের কাঁটা নিয়ে,
স্বপ্নের বীজ আবারও ফেলে।
কখনো ক্লান্তি, কখনো দোলা,
জীবন তার পথে এগোয়।
অসময়ের ছায়াও শেষে,
নতুন আলো জ্বালায়।
তাই হয়তো জীবন এমন,
যেখানে হারা-জেতার খেলা।
অসময়কে সাথী করে,
মানুষ খুঁজে নেয় পথের মেলা।
Page No 1