তোমার হাতের ছোঁয়ায়
জেগে ওঠে মনের গহীন গান,
শীতল বাতাসে ভেসে আসে
একটা মধুর আহ্বান।
তোমার স্পর্শে মনে হয়,
জগৎটা কত মধুর!
গভীর রাতের নীরবতাতেও
শোনা যায় ভালোবাসার সুর।
তোমার হাতের কোমলতা
ভেঙে দেয় সব দেয়াল,
মন খুঁজে পায় আশ্রয়
অশান্তি মেটে এক নিমেষকাল।
তোমার হাতের উষ্ণতায়
হারিয়ে যায় সব ভয়,
জীবন পায় নতুন দিশা
তোমার আলোর মায়ায়।
তোমার হাতের ছোঁয়ায়
সাজে আমার স্বপ্নের আকাশ,
তোমার ভালোবাসার ছায়ায়
থাকুক আমার একান্ত বাস।
Page No 1