writerfair

বিশ্বাস

faith

Abul Hossain Azad

বিশ্বাস মানে হৃদয়ের তলে
অদৃশ্য সুরের মূর্ছনা জাগে,
বিশ্বাস মানে আঁধারে আলো
জ্বলতে থাকা এক মোমবাতি।

বিশ্বাস মানে হাত ধরার আশ্বাস,
ঝড়-বৃষ্টি পেরিয়ে দাঁড়াবার সাহস।
বিশ্বাস মানে বন্ধ চোখে
দিগন্ত জয়ের প্রত্যয়।

এ বিশ্বাসে রয়েছে তুমুল শক্তি,
যেখানে হারিয়ে যায় শঙ্কা আর ভয়।
তোমার হাতের ছোঁয়ায়
বিশ্বাস ফোটে ফুলের মতো।

বিশ্বাসের এই নীড় যদি থাকে
অক্ষয়, অবিচল, অবিনশ্বর—
তবে পৃথিবীও তোমার সামনে
ঝুঁকবে নতমুখে।

তাই রাখো বিশ্বাস তোমার ভেতর,
যা ছড়িয়ে দেবে জীবনকে উজ্জ্বল করে।
বিশ্বাসই জীবনের একমাত্র পাথেয়,
যা জয় করবে সব বাঁধা, সব সংশয়।

Page No 1