তুমি কি শুনেছো সেই আগন্তক পথের কথা,
যেখানে মেঘেরা গুনগুনিয়ে জানায় গল্প,
আর বাতাসের সুরে জেগে ওঠে মাটির গান?
তুমি কি দেখেছো সেই দূরের আলো,
যেখানে রাতের আঁধার মিশে যায় রঙিন ভোরে?
পথেরা কি আগন্তক?
না কি আমাদের পায়ের চিহ্ন আঁকতে চায়?
চেনা শহরের আনাচে-কানাচে লুকিয়ে থাকা
অচেনা পথের গল্পগুলো কি সত্যিই শুধু গল্প?
তোমার চোখে ধরা পড়ে যে রেখা,
সেটা কি পথ, নাকি একটি স্বপ্নের রঙিন ছায়া?
আগন্তক সেই পথে কি অপেক্ষা করে কেউ?
নাকি শুধু সময় দাঁড়িয়ে থাকে উদাস দৃষ্টিতে?
তবে চল, আমরা মিশে যাই সেই পথের সাথে,
যেখানে ধুলোর মিষ্টি গন্ধে মিশে থাকে জীবন।
আগন্তক হোক, তবুও পথ তো আমাদেরই—
চল, আঁকি সেই পথে আমাদের নতুন গন্তব্য।
Page No 1