writerfair

যাযাবর আমি

I am a nomad

Abul Hossain Azad

আমি যাযাবর, পথে পথে ঘুরি,

কোনো বাঁধন নেই, মুক্ত আকাশ ডাকি।

পাহাড়ের চূড়ায়, সাগরের তীরে,

স্বপ্ন খুঁজি আমি অন্তহীন ভিড়ে।

চেনা পথ ছেড়ে, অজানায় যাই,

স্মৃতির শহর পেরিয়ে চলি দূরধাই।

সঙ্গী শুধু বাতাস, আর নক্ষত্রের আলো,

তোমারও ডাক শুনি, যে ডাক সবার ভালো।

যাযাবর জীবন, না থাকা কোনো ঘর,

স্বপ্নের সীমানায় মুক্তির অপর।

পথই আমার বন্ধু, পথই পরিচয়,

যাযাবর আমি, এটাই তো জয়।

Page No 1