এ শহর জুড়ে অমানুষের হাঁটাচলা,
মায়া নেই, নেই কোনো স্নেহের পবন।
সন্ধ্যার আঁধারে ছায়া হয়ে দাঁড়ায়,
মানুষের মুখোশে লুকিয়ে তার মন।
অমানুষের চোখে নেই কোনো স্বপ্ন,
লোভ আর প্রতারণায় ভরা তার পথ।
পথের ধুলোয় পড়ে থাকে ভালোবাসা,
আলোছায়ায় মিশে যায় জীবনের রত্ন।
পথ হারিয়ে খুঁজে ফিরি আপন আলো,
কোথায় যেন সেই মানবতার ডাক।
অমানুষের শহরে হারিয়েছি নিজেকে,
তবু আশায় বুক বাঁধি, নতুন সকালের রাগ।
মানুষই যদি পারে ভালোবাসা ছড়াতে,
অমানুষের আকাশ হবে নতুন রঙে রাঙা।
বাঁচুক হৃদয়ে মানবতার প্রদীপ,
অমানুষের পৃথিবী হোক মানুষের জগৎ।
Page No 1