মৃত্যু কি তবে রাতের ছায়া,
নাকি সকালের রোদ?
জীবনের শেষে সে যে আসে,
করে বন্ধ সকল পথ।
পাহাড়ি ঝরনা থেমে যায়,
শান্ত হয় বনের গান।
তবু কোথাও শুনি সুর,
মৃত্যু কি তবে নতুন প্রাণ?
আলো-ছায়ার এই খেলা,
মিটে যাবে একদিন।
তবু মনে হয়, মৃত্যু যেন
জীবনেরই তো আরেক ঋণ।
Page No 1