writerfair

মা

Mother

Abul Hossain Azad

মা, তোর মুখের দিকে চেয়ে,
আমার সব দুঃখ উধাও হয়ে যায়।
তোর স্নেহের পরশে,
জীবনের ক্লান্তি যেন পায় আশ্রয়।

তোর চোখে চেয়ে দেখেছি আমি,
অসংখ্য স্বপ্নের দীপ জ্বলতে।
তোর কোলে শুয়ে শুনেছি আমি,
শান্তি কীভাবে হৃদয় ছুঁতে।

তুই শুধু মা নোস, তুই পৃথিবী,
তোর আঁচলেই লুকিয়ে থাকে আমার সব আশা।
তুই হাসলে ঝরে ফুলের গন্ধ,
তুই কাঁদলে বৃষ্টি নামে তপ্ত দাহে।

তোর কাছে আমি চির ঋণী,
তোর ভালোবাসা যে সীমানাহীন।
মা, তুই আমার প্রথম পাঠশালা,
তুই-ই আমার জীবনের মূল গাইড।

তোর স্নেহে আমি বেঁচে থাকি,
তোর আশীর্বাদেই সবকিছু পাই।
মা, তুই-ই আমার আলোকবর্তিকা,
তুই-ই আমার জীবনের মূল ঠিকানা।

Page No 1