যেখানে শিকল বাঁধা,
সেখানে জাগুক বিদ্রোহ।
যেখানে অন্ধকারের ছায়া,
সেখানে হোক আলোর অভ্যুত্থান।
আমরা মুক্তির গান গাই,
আমরা স্নিগ্ধ আকাশ চাই,
আমরা ভাঙতে জানি, গড়তে জানি,
আমরা স্বাধীনতার শপথ গাই।
হে অন্যায়, তোরে করি লুণ্ঠিত,
হে পরাধীনতা, তোরে করি অপমানিত।
আমরা ঝড়ের তাণ্ডব,
আমরা বজ্রের গর্জন।
আমরা মৃত্যু অগ্রাহ্য করি,
আমরা জীবনের আহ্বান।
এই মাটি আমাদের,
এই আকাশ আমাদের।
আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
যতদিন প্রাণ আছে বুকের মাঝে,
ততদিন শপথ –
আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন!
Page No 1