হঠাৎ করে নামল আঁধার,
আলো মুছে গেল পথের পাশ,
চেনা দৃশ্য সব হারিয়ে গেল,
নিভে গেল মনের আকাশ।
কোথা থেকে আসা অজানা ভয়,
কোথায় যেন থমকে যায় সময়।
নিঃশব্দ রাতের অচেনা সুরে,
বিরহ বাজে মনখারাপের ধৈর্যে।
তবু দূরেতে ঝলকায় আলো,
চাঁদের আশার ম্লান প্রদীপ।
হঠাৎ অন্ধকারের বুক চিরে
জ্বলে ওঠে নতুন প্রতীপ।
এ আঁধার ক্ষণিকের সাথী,
পথ দেবে তোমাকে নতুন দিনের।
হঠাৎ অন্ধকার, অশ্রুর মাঝেও
আশার গান গাইবে ফিরে ফিরে।
Page No 1
হঠাৎ করে নামল আঁধার,
আলো মুছে গেল পথের পাশ,
চেনা দৃশ্য সব হারিয়ে গেল,
নিভে গেল মনের আকাশ।
কোথা থেকে আসা অজানা ভয়,
কোথায় যেন থমকে যায় সময়।
নিঃশব্দ রাতের অচেনা সুরে,
বিরহ বাজে মনখারাপের ধৈর্যে।
তবু দূরেতে ঝলকায় আলো,
চাঁদের আশার ম্লান প্রদীপ।
হঠাৎ অন্ধকারের বুক চিরে
জ্বলে ওঠে নতুন প্রতীপ।
এ আঁধার ক্ষণিকের সাথী,
পথ দেবে তোমাকে নতুন দিনের।
হঠাৎ অন্ধকার, অশ্রুর মাঝেও
আশার গান গাইবে ফিরে ফিরে।
Page No 2