মেঘলা বিকেল, স্নিগ্ধ আলো,
চুপচাপ ডাকে নদীর ঢেউ,
মনটা যেন হারিয়ে যায়
স্বপ্নজগৎ, নিভৃতে কই?
পাখিদের ডানা মেলে ফিরে চলা,
দিগন্ত জুড়ে মায়ার রং।
হাওয়ায় মিশে শীতল স্পর্শ,
মনের মাঝে লাগে ঢং।
শিশির ভেজা ঘাসের মতো,
এই বিকেলে মৃদু সুর,
কোথাও দূরে কারা যেন
গাইছে বেদনার মধুর পুর।
তোমার চোখের ওই ছায়াতলে,
খুঁজে ফিরি শান্তি ধরা।
মেঘলা বিকেল, সোহাগী সময়,
মনের আকাশ দাও রাঙিয়ে ভরা।
Page No 1