writerfair

তোমার ছোঁয়া ছাড়া আমি শূন্য

I am empty without your touch

Abul Hossain Azad

তোমার ছোঁয়া ছাড়া আমি শূন্য,
যেন আকাশের তারা নেই,
যেন নদীর জল শুকিয়ে গেছে,
কোনো স্রোত আর বয়ে যায় না।

তোমার ছোঁয়া ছাড়া আমি শূন্য,
জীবন যেন এক বাউল গানের ভাঙা সুর,
যেখানে কোনো কথা নেই,
কেবলই এক চাপা হাহাকার।

তোমার ছোঁয়া ছাড়া আমি শূন্য,
যেন গাছের পাতা ঝরে পড়েছে সব,
বসন্ত এসে দাঁড়িয়ে থেকেও
তার রঙ হারিয়ে ফেলেছে।

তোমার ছোঁয়া ছিল এক নীরব আশ্বাস,
একটি হাতের মৃদু স্পর্শে
আমি খুঁজে পেতাম নিজের পরিচয়।
তুমি ছিলে আমার ছায়া,
আমার আলো, আমার সব।

তোমার ছোঁয়া ছাড়া আমি শূন্য,
আজ আর কেউ জিজ্ঞাসা করে না,
কেমন আছো?
আজ আর কেউ হাত বাড়িয়ে বলে না,
"ভয় পেও না, আমি আছি।"

তোমার ছোঁয়া ছাড়া আমি শূন্য,
তবুও বেঁচে আছি, জানো কেন?
এই আশায়,
একদিন তুমি ফিরে আসবে,
আমার শূন্যতাকে পূর্ণ করবে
তোমার সেই চেনা ছোঁয়ায়।

Page No 1