writerfair

সেই তুই

That's You

Abul Hossain Azad

সেই তুই, যে বিকেলের আকাশে
এক টুকরো মেঘ হয়ে ভাসত,
তুই কি আজও জানিস,
আমার বুকের আকাশে তোরই আঁকা রং?

সেই তুই, যে সন্ধ্যার বাতাসে
অকারণ হাসি ছড়াত,
তুই কি জানিস,
তোর সেই হাসি আজও আমার নীরবতার সঙ্গী?

সেই তুই, যে গাছের ছায়ায়
পায়ের শব্দ রেখে যেত,
তোর সেই শব্দ আজও
আমার পথচলার ছন্দ হয়ে বাজে।

সেই তুই, যে একদিন
চোখে চোখ রেখে বলেছিলি—
"তুই তো আমার চিরকাল।"
তুই কি জানিস,
আমি আজও সেই কথার জালে বন্দী?

সেই তুই, যে ঝড়ের রাতে
আমার হাত ধরে বলেছিলি,
"ভয় পাস না, আমি আছি।"
তুই কি জানিস,
তুই চলে যাওয়ার পর,
আমি শুধু ভয়েই বেঁচে আছি?

সেই তুই, যে ছিলি আমার সবকিছু,
আজ কোথায় তুই?
তুই কি জানিস,
তোর স্মৃতি আজও
আমার দুঃখের ফুল হয়ে ফোটে?

Page No 1