writerfair

কোলাহল

Noise

Abul Hossain Azad

কোলাহল বলে কী শুনেছ তুমি?
গভীর রাতে নিস্তব্ধতার মাঝেও,
কোথাও সে বাজায় অদ্ভুত সুর—
শহরের ক্লান্ত গলিতে,
গ্রামের নিভৃত পাখির ডাকে।

জীবনের প্রতিটি ক্ষণে কোলাহল আছে,
কখনো সে শোরগোল, কখনো নিঃশব্দ চিৎকার।
মানুষের ভিড়ে হারিয়ে যায়
একলা কোনো হৃদয়ের কান্না।

স্কুলের মাঠে শিশুদের হাসিতে,
বাজারের ঝাঁঝালো দরদামে,
কখনো আবার যুদ্ধের ময়দানে—
কোলাহল গর্জে ওঠে,
তারপর নিঃশেষ হয় নীরবতায়।

কোলাহল শুধু শব্দ নয়,
এ এক জীবন।
তোমার ভাঙা স্বপ্নের আর্তনাদ,
অথবা বিজয়ের উল্লাস।
সবই কোলাহল।

তবে কি তুমি কোলাহল এড়িয়ে যাবে?
না, তাকে বুকে টেনে নাও।
এই কোলাহলই তোমার জীবন।
এটাই তোমার অস্তিত্বের সুর।

Page No 1